রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর নিসবেতগঞ্জ ঘাঘট নদীর তীরে অবস্থিত প্রয়াস সেনা বিনোদন পার্কে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে বৈশাখি মেলা। বেলা ১১টায় কবুতর, বেলুন উড়িয়ে, ফিতা কেটে ১৫ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জিওসি ৬৬ পদাতিক ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো: সালাউদ্দিন মিয়াজি, পিএসসি। এ সময় উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, তাদের পত্নি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন ।
সমাজে অবহেলিত প্রতিবন্ধি মানুষের কল্যাণে তাদের সাহায্য করতে এই মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০টাকা। মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। মেলায় শতাধিক ষ্টল ছাড়াও ঘোড়া চালানো, হাতিতে আরোহন, ঘুড়ি খেলার আয়োজন করা হয়েছে।
এর আগে পয়লা বৈশাখকে বরণ করে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্তরে ফিরে আসে।