রামগতিতে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে সজিব (২১) নামের একজন নিহত হয়।

স্থানীয়রা জানান, চর পোড়াগাছা ইউনিয়নের স্টীল ব্রীজের রাস্তার মাথায় আলেকজান্ডার-সোনাপুর সড়কের পাশে সিএনবির জায়গা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন ঐ এলাকার আনোয়ারুল হকের ছেলে জামাল হোসেন। অন্যদিকে একই ইউনিয়নের আবদুল হালিমের ছেলে বাচেদ ও তার সঙ্গী জাহের, কালাম ও জসিম সংঘবদ্ধভাবে সেই জমি দখলের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শী সোহরাব, নিজামসহ অনেকে জানান, সোমবার সকাল ৮টায় ইউসুফ মেম্বারের নেতৃত্বে বাছেদ, জসিম, কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নতুন নির্মিত দোকান ঘরটি ভাংচুর করে। এ সময় নুরুল ইসলাম মাঝির ছেলে ইসরাফিল হোসেন সজীব এগিয়ে এসে বাঁধা দেয়। তখন হামলাকারীরা সজীবকে বেধড়ক মারধর করে।
পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে সজীবকে  মুমূর্ষ অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। হামলার সময় ছালাউদ্দিন, মাইন উদ্দিন ও সোহরাব আহত হয়। নিহতের পরিবার জানায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পরপরই রামগতি থানার (ওসি) আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।