লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় রেশমা আক্তার (১০) নামে এক ছাত্রী মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরলরেন্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশাম ওই এলাকার হোসেন আহাম্মদের মেয়ে। সে স্থানীয় একটি ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লরেন্স বাজার থেকে বাড়ি ফেরার পথে রেশমা একটি ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎস্যক রেশমাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।