শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরে নকল ওষুধ রাখার দায়ে এক ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও অপর এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৩ এপ্রিল সোমবার বিকেলে শহরের মাধবপুর মহল্লা থেকে রঞ্জিত দাস ও গ্রীন সাফা আয়োর্বেদিক ওষুধ ব্যবসায়ী নাজমুল হাসান নামের দুই ব্যবসায়ীর বাসা থেকে মজুদকৃত বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করেছে শেরপ্রু ও জামালপুরের দায়িত্বে থাকা ড্রাগ সুপার মো: সাখাওয়াত হোসেন রাজু আকন্দ।
এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও তসলিমা নূর হোসেন। ড্রাগ সুপার জানান, উদ্ধারকৃত নকল ঔষধের দাম হবে প্রায় দুই লক্ষাধিক টাকা। তিনি আরো বলেন, কিছু ব্যবসায়ী বেশ কিছুদিন থেকেই বাজারে নকল ওষুধ বাজারজাত করে আসছে। পরে উদ্ধারকৃত ওষুধ পুড়িয়ে ফেলা হয়।