কাউখালীতে নানা আনন্দ আয়োজনে বর্ষবরণ

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: জীর্ণতা ও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে পিরোজপুরের কাউখালীবাসী। ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটেছে শুভকামনায়। দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন কাউখালীবাসী।

kowkhali-14
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হক, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃব্রত রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পান্তা ভর্তা ও সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উত্তারায়ন খেলাঘর আসর, সূর্যোদয় খেলাঘর আসর, এস.বি.বালিকা বিদ্যালয়, উদীচী প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন সংগীত পরিবেশন করে।

বর্ষবরণ উৎসবে রঙ-বেরঙের মুখোশ, শাড়ি, ধুতি, পাঞ্জাবির মতো বাঙালিয়ানা সাজে সবধরনের মানুষের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
কাউখালীতে নানা আনন্দ আয়োজনে বর্ষবরণ

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: জীর্ণতা ও পুরাতনকে বিদায় জানিয়ে নতুন দিনের প্রত্যয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে পিরোজপুরের কাউখালীবাসী। ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটেছে শুভকামনায়। দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন কাউখালীবাসী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হক, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃব্রত রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পান্তা ভর্তা ও সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উত্তারায়ন খেলাঘর আসর, সূর্যোদয় খেলাঘর আসর, এস.বি.বালিকা বিদ্যালয়, উদীচী প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন সংগীত পরিবেশন করে।

বর্ষবরণ উৎসবে রঙ-বেরঙের মুখোশ, শাড়ি, ধুতি, পাঞ্জাবির মতো বাঙালিয়ানা সাজে সবধরনের মানুষের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।