ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাসে চাপা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: শৈলকুপায় মাইক্রোবাসে চাপা পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী মারা গেছে। তার নাম আফসানা মিম (১১)। শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে মিম যুগিপাড়া সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রী। মঙ্গলবার পহেলা বৈশাখের বিকেলে মদনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে সকালবেলা সে নানাবাড়ি ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়ার মহাসড়কের মদনডাঙ্গা স্ট্যান্ডে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই সে মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা ঝিনাইদহ কুষ্টিয়া মহা-সড়ক অবরোধ করে রাখে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাশেম খান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।