রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজে ডা: মুক্তা ছাত্রাবাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে ১০জন। এদের মধ্যে তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

02
হল ত্যাগ করছে শিক্ষার্থীরা

বড় ধরনের সংঘর্ষ এড়াতে কলেজ কর্তৃপক্ষ অনিদৃষ্টকালের জন্য রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষাণা করেছে। বিকেল ৩টার মধ্যে সবাইকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে ১লা বৈশাখের অনুষ্ঠান পালন নিয়ে মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের রফিক গ্রুপ এবং ফেরদৌস গ্রুপের সাথে বাকবিতণ্ডা হয়। এনিয়ে গোটা মুক্তা ছাত্রাবাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: জাকির হোসেন, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কিবরিয়া হোস্টেলে গিয়ে বিষয়টা মিমাংসা করে দেন। কিন্তু উত্তেজনার রেশ থেকে যায়।

বুধবার সকালে আবারো দু’পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে ৩জনকে হাপতালে ভর্তি করা হয়েছে ।