রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে পুলিশি বাধায় প- হয়ে গেছে পাটকল শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন। এ সময় পুলিশ তাদের ব্যানারও কেড়ে নেয়। দেশের পাটকলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করতে অর্থ ছাড় ও দুর্নীতি দমন, রাষ্ট্রায়ত্ত্ব শিল্পের শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন এবং দ্রুত চাকরিচ্যুতদের পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে বুধবার বেলা ১১টার দিকে মানববন্ধন করেন শ্রমিক-কর্মচারীরা।
নগরীর কাটাখালীতে পাটকলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। কিন্তু মহাসড়কে কোনো কর্মসূচি পালনের অনুমতি না থাকার অভিযোগে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। পরে পুলিশের বাধার মুখে শ্রমিক-কর্মচারীরা মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, অনুমতি না নিয়ে মহাসড়কে মানববন্ধন করায় শ্রমিকদের বাধা দেওয়া হয়েছে। পরে তারা পাটকলের ভেতরে তাদের কর্মসূচি পালন করেন।