লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনরোধের কাজ পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার ভাঙনরোধে সিসি ব্লকবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার সকালে তিনি হেলিকপ্টারে করে এসে উপজেলা সদর আলেকজান্ডার এলাকায় ওই বাঁধ পরিদর্শন করেন। সেনাবাহিনীর ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোর ওই বাঁধ নির্মাণ করছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লা আল-মামুন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন, প্রধান প্রকৌশলী নজির আহমদ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাফিউস সাজ্জাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

গত বছরের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ‘লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদীর তীর সংরক্ষণ (প্রথম পর্যায়)’ নামের ১৯৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ১০ জানুয়ারি সেনাবাহিনী ওই প্রকল্পের কাজ শুরু করে।