লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছির উদ্দিন জামশেদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত আটটার দিকে চরলরেন্স বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নাছির উপজেলার চরবসু এলাকার মো. মোসলেহ উদ্দিনের ছেলে।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবির নেতা নাছিরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় নাছিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, নাছিরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।