শেরপুরে দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে জেলা বাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আহুত দূরপাল্লার সকল রুটের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট  ১০ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে জেলা বাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের প্রায় আড়াই ঘন্টাব্যাপী বৈঠকের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আকস্মিকভাবে ডাকা এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ সুপার মেহেদুল করিম এবং জেলা বাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মঘট প্রত্যাহারের পর পরই নাইট কোচগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এতে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে শেরপুরে জেলা বাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ পরিবহন ধর্মঘট আহ্বান করছিলো।

এ ব্যাপারে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন জানিয়েছেন, উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আমাদের জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকে ময়মনসিংহে চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতা বন্ধের জন্য তারা ওই জেলার প্রশাসন এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। এমনকি কেন্দ্রীয় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দও আমাদের ধর্মঘট প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। সাধারণ যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় প্রশাসন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন।

চাঁদাবাজির প্রতিবাদে শেরপুরের সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শেরপুর থেকে হাকিম বাবুল: ময়মনসিংহ পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে শেরপুর জেলা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে শেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক ইউনিয়ন। হঠাৎ সকল রুটে গাড়ি বন্ধ করে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই বিপাকে পড়েছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী সাধারণ।

Sherpur_Bus-Strike_Pic
শেরপুর জেলা মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কে ময়মনসিংহ মালিক-শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতা-কর্মী বেপরোয়া চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতা করে আসছে। এতে ময়মনসিংহের উপর দিয়ে শেরপুরসহ অন্যান্য সড়কের সকল প্রকার যাত্রীবাহী যানবাহন চলাচলে ময়মনসিংহ মালিক-শ্রমিক নেতাদের অবৈধ চাঁদা দিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল বুধবার ময়মনসিংহে শেরপুরের সকল গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিয়ে ড্রাইভার-হেলপারদেরকে ব্যাপক মারধর করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকল পক্ষকে নিয়ে বসে শেরপুর বাস মালিক সমিতি এই অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে।

শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন জানিয়েছেন, ময়মনসিংহ শেরপুরের উজানে হওয়ায় গাড়িতে ব্যাপক চাঁদাবাজি করে আসছে ময়মনসিংহ মালিক-শ্রমিক ইউনিয়ন। এই চাঁদাবাজি বন্ধের জন্যই অনির্দিষ্টকালের জন্য সকল রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানিয়েছেন, আমি বিষয়টি শুনেছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ চলছে।