ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ ট্রাফিক পুলিশ শহরের হামদহ বাইপাস সড়কে অভিযান চালিয়ে ৮০টি যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দপুুর পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শব্দ ও পরিবেশ দূষণের হাত থেকে ঝিনাইদহ শহরকে মুক্ত করার জন্য পুলিশ এ অভিযান চালায়।
এ সময় ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে ৮০টি বাস, ট্রাক ও পিকআপ থেকে এসব হাইড্রোলিক হর্ণ খুলে নেওয়া হয়। অভিযানে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানান, প্রাথমিকভাবে ওইসব যানবাহন থেকে সতর্কতামূলকভাবে হর্ণ খুলে নেওয়া হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে তারা পুনরায় একই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।