মিলন কর্মকার রাজু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার সড়কে মঙ্গলবার সন্ধ্যায় টমটমের নিচে চাপা পড়ে মিম (৯) নামের এক শিশু মারা গেছে। দুর্ঘটনার পর মিমকে টমটমচালক মনিরুল ইসলাম কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে মনিরুল লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
পুলিশ শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। মিম উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামের পনু আকনের মেয়ে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ টমটমটি আটক করলেও চালক পলাতক রয়েছে।