বরিশালে ট্রাক ও মাহিন্দ্রা টেম্পোর সংঘর্ষে নিহত ৬

এম. মিরাজ হোসাইন, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুরের বাঁশতলায় বৃহস্পতিবার সকালে ট্রাক ও মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ছয়জন ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহতদের মধ্য রয়েছেন মাহিন্দ্রা টেম্পোচালক বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের স্বপন দাস, যাত্রী আলতাফ হোসেন, সোহরাব হোসেন, মামুন-অর রশিদ। নিহত অন্য দুজনের পরিচয়  জানা যায়নি। দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন।

Barisal news, file-1, Road accident dead Five-16.04.15-2
ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের রেকার দিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে নেয়

ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের রেকার দিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে এগারোটার দিকে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে নিয়েছে। ততক্ষণে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দু’পাশে শত শত যানবাহন আটকা পরে।

বিমানবন্দর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বরিশাল থেকে তরমুজবোঝাই একটি ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১২৫) সাথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা টেম্পোর চালকসহ ছয় যাত্রী নিহত হন। আহত সাত যাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম। ঘটনার পর ফায়ার সার্ভিস এবং পুলিশের রেকার দিয়ে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে নেওয়ার সময় মহাসড়কে পৌনে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।