মধুপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পু এবং লেগুনার সাথে ত্রিমুখী  সংঘর্ষে ছয় ব্যক্তি আহত হয়েছেন। এদের তিন জনকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর উপজেলার নরকোণা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, মধুপুর থেকে  টাঙ্গাইলগামী একটি সবজি ভর্তি টেম্পু ও মাছ ভর্তি একটি ছোট ট্রাক নরকোণা বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাছ ব্যবসায়ী ছোট ট্রাকযাত্রী কালিহাতি উপজেলার রঞ্জিত (৪০), মানিক (৩৫), সহিদ (২৮) এবং সবজি ব্যবসায়ী টেম্পুযাত্রী ঘাটাইলের মতিয়ার রহমান কোকন (৬৫), নাজিম উদ্দিন(৪০) ও গোপালপুরের আবু শামা (৩৫) আহত হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক অন্তরা জানান, আশংকাজনক অবস্থায় রঞ্জিত, মানিক ও সহিদকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।