রাজশাহী থেকে কাজী শাহেদ: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হত্যা ও নাশকতার ১৭ মামলার আসামি রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু সাইদ চাঁদের আইনজীবী জহুরুল ইসলাম জানান, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে হত্যা, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৭টি মামলা আছে। এসব মামলার মধ্যে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ৫ জানুয়ারি বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা দু’টি মামলায় এবং গত বছরের শলুয়া ডিগ্রি কলেজে অগ্নিসংযোগের ঘটনায় চারঘাট মডেল থানায় দায়ের করা মামলার আসামি আবু সাঈদ চাঁদ রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন।
এসময় রাজশাহীর আমলী আদালত-৫ এর বিচারক আকরামুল কবির ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মতিন তাকে পুলিশ হেফাজতে নিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।