শেরপুরে ভাড়া মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর জেলা সদরের ৬ নং চর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে বুধবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলতাফ উদ্দিন ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। সে ভাড়ায়চালিত মোটরসাইকেলের  চালক। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, নিহতের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী হামিদুল ও তার সহযোগীরা আলতাফকে হত্যা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওসি জানান, লাশের সুরতহাল রিপোর্টে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের সাথে হামিদুলের পরিবারের পুর্বশত্রুতা এবং মামলা-মোকদ্দমা রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।