ঈশ্বরদীতে নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রজব আলীর (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রজব আলী লক্ষীকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস মোল্লা জানান, রজব আলীর গলাকাটা লাশ শুক্রবার সকালে তাঁর বাড়ির রান্নাঘরে পাওয়া যায়। পরিবারের লোকজনের দাবি, রজব আলী বিগত ৪ বছর ধরে মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিলেন। গভীর রাতে রজব আলী রান্নাঘরে যেয়ে বটি দিয়ে নিজের গলা কেটে ফেললে তার মৃত্যু হয়। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে থাকায় কেউই ঘটনা জানতে পারেনি এবং সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন বলে তারা জানিয়েছেন।

এলাকাবাসীরা জানান, নিহত রজব আলী এলাকায় একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। অনেকেই এই ঘটনা স্বাভাবিক আত্মহত্যা বলে মেনে নিতে না পারায় ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ ঘটনায় থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠিয়েছেন।