কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী মদনমোহন জিউর আখরাবাড়ী কেন্দ্রীয় দূর্গামন্দিরসহ ৪ টি মন্দিরের ৭ টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরে থাকা ভক্তরা মিনু খানম (২৫) নামে এক মহিলাকে আটক করে মারধড় করে রক্তাক্ত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের স্বরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ ও কেন্দ্রীয় শ্মশানে কালী মূর্তি এবং কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের লোকনাথের বিগ্রহ এবং পহেলা বৈশাখ উপলক্ষে নাথ মন্দিরে নবনির্মিত বিশালাকৃতির একটি গণেশ প্রতিমা ভেঙে ফেলে দুবৃত্তরা।
দিনে দুপুরে কাউখালী থানার ৫ গজ দূরে অবস্থিত এ রকম একটি ঘটনা সবাইকে হতবাক করে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটককৃত মহিলা গত দু’দিন ধরে কাউখালীর বাজারে পাগল বেশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে এলাকার লোকজন জানায়। মন্দির কমিটির ভক্তবৃন্দরা জানায়, বৃটিশ আমল থেকে অদ্যাবধি মন্দিরে কোনও প্রতিমা ভাংচুর কিংবা পূজা পার্বনে কোনও প্রকার বাধার সম্মুখীন হয়নি। বৃহস্পতিবার দুপুরের ঘটনা উপজেলাসহ সারাদেশে ভক্তদের হৃদয়ে আঘাত হেনেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহীদুল ইসলাম বলেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা করা হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি কোন সুস্থ মানুষের কাজ নয়। আটককৃত মহিলাকে পুলিশ হেফাজতে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।