দিনাজপুর থেকে রতন সিং: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের সুইহারী কলেজ মোড়ে ৬ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহজাহান শাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আদিবাসী নেতা এ্যাড. গণেশ সরেন এবং জেলা কালচারাল অফিসার আসাফ-উদ-দৌলা।
আসাদুজ্জামান নুর বলেন, বর্তমান সরকার সব অঞ্চল ও সব জাতির কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় ও কর্মকাণ্ডকে আরো বেশি বিকশিত ও প্রসারের জন্যই একাডেমিক ভবনের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সকল মন্দ কাজের বিরুদ্ধে রুচিশীল, প্রগতিশীল ও সংস্কৃতিবান মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে।
গণপুর্ত বিভাগ ৬ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।