রংপুর থেকে জয়নাল আবেদীন: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপির রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা যখন নির্বাচনে হেরে যায় তখন বয়কট করে। এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এক কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, ইস্যুবিহীন আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে তারা জাতির সামনে কলঙ্কিত হয়েছেন। জনগণ তাদেরকে ঘৃণার চোখে দেখছেন। তাদের ভুল বুঝতে পেরে এখন সমঝোতার পথ খুঁজছেন। পরে মন্ত্রী স্থানীয় প্রাইম মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সাংসদ হোসনেআরা লুৎফা ডালিয়া, রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দীন আহমেদ, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: জাকির হোসেন, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আক্কাছ আলী । অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।