বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজা থেকে শুক্রবার সকালে ২০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে জাটকা ইলিশগুলো মেঘনা পরিবহনের একটি বাসে ঢাকায় নেওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জাটকা পাচারের খবর পেয়ে থানার এস.আই বেল্লাল হোসেন সকাল দশটার দিকে ঢাকাগামী মেঘনা পরিবহনে অভিযান চালিয়ে ২০মণ জাটকা ইলিশ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে
কমলনগরে ১০ মণ জাটকা জব্দ
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো. ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জালসহ ১০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জব্দ করা জাটকা এতিমখানায় বিরতণ করা হয়। জাটকা ধরায় ব্যবহৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
শুক্রবার ভোররাতে উপজেলার মতিরহাট ও বাতিরখাল এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ও জাল জব্দ করা হয়। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ফরিদ উদ্দিন খাঁন জানান, নদীতে জাটকা ধরার খবরে অভিযান চালিয়ে একটি জালসহ ১০ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।