বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের বাকেরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১টায় গারুড়িয়া বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে বকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়েও দেশ এগিয়ে চলছে। মৌলবাদ ও সহিংসতা উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের উৎসাহিত করার মধ্য দিয়েই তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য মুক্তিযদ্ধের স্বপক্ষের সরকারকে সহায়তা করার আহবান জানান তিনি।
বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. কাদের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতিক, নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোখলেছুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজহিদুল ইসলামসহ অন্যরা।
এই সমাবেশে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছয় শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।