রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম (৩২) ও আরোহী আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছে। মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের বাড়ি নগরীর দেবিশিংপাড়ায় ও আনোয়ার হোসেনের বাড়ি শিরোইল বাস টার্মিনাল এলাকায়। ঘটনার পর মতিহার থানা পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, সাড়ে ৩টার দিকে বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর যাত্রীবাহি একটি বাস (মেহেরপুর-ব-৭) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনার পর চালক ও হেলপার কৌশলে বাসটি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোটসাইকেল আরোহী আহত আনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।