রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজান উদ্দিন লাঞ্ছিত হয়েছেন এমন তথ্য ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। এ সময় তারা বলেন, বর্তমান উপাচার্য তার ইচ্ছে মতো জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ নানা অনিয়মে জড়িয়েছেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১৬ এপ্রিল এসব বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি সবাইকে লাঞ্ছিত করেন। তারা এসব ঘটনায় আগামী সাতদিনের মধ্যে নগর আওয়ামী লীগের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন। তা না হলে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান লোটন, শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, আহসানুল হক পিন্টু প্রমুখ।