কমলনগর জামায়াতের আমির গ্রেফতার

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরউদ্দিন মাহমুদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করুণানগর বাজার থেকে তাকে আটক করেন। গ্রেফতারকৃত জামায়াত আমির নুরউদ্দিন মাহমুদ উপজেলার চরজগবন্ধু এলাকার বাসিন্দা।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াত আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, হারতাল-অবরোধসহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।