কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রবল কালবৈশাখি ঝড়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পিতা-পুত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা ও ফসলের।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, শনিবার রাত ১২টার দিকে জাঙ্গালিয়া কাজীহাটি গ্রামে ঘরের ওপর গাছ পড়ে কৃষক হযরত আলী (৪০) ও তার শিশুপুত্র রিজন (৫) ঘটনাস্থলেই মারা যায়। বাজিতপুরের তাতালচর গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তার (১২) ঘর চাপা পড়ে মারা গেছে।
কটিয়াদী উপজেলার মসুয়া চরআলগি গ্রামে আব্দুল মান্নান (৬০) নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে আহত হয়ে রোববার সকালে কটিয়াদী হাসপাতালে মারা গেছেন।
কুয়িারচরের পৈলানপুরে ঝড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে মাছ ব্যবসায়ী শীতল বর্মণ (৫০) মারা গেছেন। ঝড়ে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসব উপজেলাসহ ভৈরবে প্রচণ্ড ঝড়ে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ফসলসহ শাকসবজিরও যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জেলা খামারবাড়ি সূত্রে জানা গেছে।