গোমস্তাপুরে ফেন্সিডিল ও মদ আটক করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে হাবিবুর রহমান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫০ বোতল ফেন্সিডিল ও দেশী মদ আটক করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রহনপুর ষ্টেশন বাজার ঢাকা বাসস্ট্যান্ড থেকে ফেন্সিডিলগুলো আটক করা হয়।

৪৩ বিজিবির রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার রনজিত কর্মকার জানান, বিজিবির রহনপুর বিওপি’র একটি টহল দল রহনপুর স্টেশন বাজার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে কাঠের বেঞ্চের মধ্যে লুকানো ১৪০বোতল ফেন্সিডিল আটক করে। অপরদিকে বাঙ্গাবাড়ী বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবি’র ১টি টহল দল সীমান্তবর্তী শিবরামপুর আম বাগান থেকে ১০ লিটার দেশী মদ ও ১০ বোতল ফেন্সিডিল আটক করে। তবে এ দুই অভিযানে কেউ আটক হয়নি বলে বিজিবি জানায়।