জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলায় শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত, ঘেরাও, পুলিশী বাধা

রংপুর থেকে জয়নাল আবেদীন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলায় শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণে অনিশ্চয়তার প্রতিবাদে রোববার দুপুরে অনার্স ৩য় বর্ষের সাধারণ শিক্ষার্থীরা জোট হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করে। ঘেরাও কর্মসূটির আগে রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা পুলিশী বাধার সম্মুখীন হয়।

RANGPUR PHOTO 02-1
সাধারণ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করে

বাধা উপেক্ষা করে সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার ফলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিপর্যয়ের মুখে পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারণে রংপুর কারমাইকেল কলেজে এবার রসায়নে ৮ জন, পদার্থ বিজ্ঞানে ১০ জন, গনিতে ১৬ জন, ব্যবস্থাপনায় ১৭ জন, হিসাব বিজ্ঞানে ৯ জন, ইংরেজিতে ১২ জনসহ বিভিন্ন বিভাগের ৯৮ জন শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যান্য কলেজগুলোর অবস্থাও একইরকম।

২০১১-১২ সেশনে ফরম পূরণের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত ব্যাচের শিক্ষার্থী হিসেবে ফরম পূরণ করানো হয়। ৩য় বর্ষের ফরম পূরণের সময় শিক্ষার্থীদের ইরেগুলার শিক্ষার্থী হিসেবে দেখানো হয়। যার ফলে শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সমাবেশ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান এবং প্রায় দেড় ঘন্টা ঘেরাও করে রাখলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কোনও দায়িত্বশীল কর্মকর্তাকে পাওয়া যায়নি।

সাধারণ শিক্ষার্থী মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড, সাংগঠনিক স¤পাদক ইমরান সরকার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের মুকুল, খাইরুল, রংপুর সরকারি কলেজের  বিশ্বজিৎ, নীলফামারী সরকারি কলেজের জুয়েল রানা প্রমুখ।