বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: জেলা পরিষদের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২ ক্যাটাগারিতে ১ হাজার ৪00 বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণ শেষে স্ব-স্ব পেশায় নিয়োজিত করার জন্য উপকরণ প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছর থেকে নিজস্ব অর্থায়নে বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। একই অর্থবছরে ৩ লাখ টাকা ব্যয়ে ৭৫ জন যুব নারীদের সেলাই প্রশিক্ষণ, তিন লাখ টাকা ব্যয়ে ৯০ জন বেকার যুব নারীদের ব্লক ও বাটিক প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে ২৫ জন করে তিনটি ব্যাচে ৭৫ যুব নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান, ২ লাখ টাকা ব্যয়ে ৫০ জনকে ক্যাটারিং প্রশিক্ষণ, ২ লাখ টাকা ব্যয়ে একশ বেকার যুব নারীদেরকে বিউটিফিকেশন প্রশিক্ষণ, ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৯০ জনকে যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়া ৬২ লাখ ৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ছয়টি বেসিক ট্রেডে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, রেডিও অ্যান্ড টিভি সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনং, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, লেদ অপারেটর এবং অটোমেকানিক্স বিষয়ে ১৮০ জন বেকার যুবককে ৩ মাস মেয়াদী এবং ৭২০ জন স্বল্পশিক্ষিত বেকার যুবককে জাতীয় দক্ষতামান ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই অর্থবছরে উপজেলাভিত্তিক ৫ লাখ টাকা ব্যয়ে ১২২ জন যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ, ৫ লাখ টাকা ব্যয়ে ৮৯ যুব নারীদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোকলেছুর রহমান বলেন, তাদের এসকল কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।