রংপুরে জেলায় ৪ লাখ ৬৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলায় ৬মাস থেকে ৫৯মাস বয়স পর্যন্ত ৪ লাখ ৬৮ হাজার ৬শ ৭৫জন শিশুকে  ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রোববার দুপুরে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে জেলার সিভিল সার্জন ডা: মোজাম্মেল হোসেন ওরিয়েনটেশন প্রোগ্রামে সাংবাদিকদের  এই তথ্য জানান।

তিনি বলেন, রংপুর সিটি এলাকাসহ জেলার ৮ উপজেলায় ৬ থেকে ১১মাস বয়সি ৫৭ হাজার ৯শ ৭৯জন শিশুকে ১টি নীল রংগের ট্যাবলেট এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ১০হাজার ৬শ ৯৬জন  শিশুকে ১টি করে লাল রংগের ট্যাবলেট খাওয়ানো হবে। আর এই কাজে ৮হাজার ৪শ ১৩জন স্বাস্থ্যকর্মী ২ হাজার ২শ ৬৮টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা: ইফতেখার আহমেদ, ইউনিসেফ প্রতিনিধি সাবু আহমেদ আব্দুল্লাহ এবং ডা: রুহুল আমিন ।