লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে শারমিন আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে পুলিশ উপজেলার চরবসু এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শারমিন ওই এলাকার সুলতান আহাম্মদের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, পারিবারিক বিষয়ে মা বকুল বেগমের সঙ্গে অভিমান করে শারমিন শনিবার রাতের কোনো এক সময় নিজ বাড়ির একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা শারমিনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
কমলনগর থানার উপপরিদর্শক একে আজাদ জানান, খবর পেয়ে শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।