শীতের কম্বল গরমে!

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের সোহাগপুর বিধবাপল্লীতে গ্রীষ্মের এই গরমে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার দুপুরে বিধবাপল্লীর শহীদ পরিবারের সদস্যদের মাঝে ৬০ পিস কম্বল বিতরণ করেছে ‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ’ নামের একটি সংগঠন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী নমিতা বোস, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরা পারভীন জয়া, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, সাংবাদিক বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন প্রমুখ।

শীতের কম্বল গরমে বিতরণ কেন-এমন এক প্রশ্নের জবাবে যুগ্ম সাধারণ সম্পাদক জহুরা পারভীন জয়া বলেন, আমরা শীতেই এসব কম্বল বিধবাপল্লীতে বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিতরণ করা সম্ভব হয়নি।