শৈলকুপায় কুমার নদের পানি দূষণ, ভেসে উঠছে মরা মাছ ও জলজ প্রাণী

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে ভেসে উঠছে মরা মাছ ও জলজ প্রাণী। নদের পানি দূষিত হওয়ার ফলে এমনটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার থেকে এ নদের পানি হঠাৎ করেই কালো বর্ণ ধারণ করে। এর পর থেকেই নদীটিতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে।

Fish
কুমার নদের পানি হঠাৎ করেই কালো বর্ণ ধারণ করে এবং বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে

এদিকে মাছ ভেসে উঠতে দেখে নদী তীরবর্তী গ্রামগুলোর নারী, পুরুষ ও শিশুরা জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে নদীটিতে নেমে পড়ে। বিশেষত উপজেলার গাড়াগঞ্জ এলাকায় এ দৃশ্য বেশি দেখা যাচ্ছে। গ্রামবাসীর জালে ধরা পড়ছে পুটি, চিংড়ি, টেংরা, ফলই, বাইমসহ বিভিন্ন দেশীয় মাছ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উপর দিয়ে মাগুরার মধুমতি নদীতে গিয়ে মিশেছে কুমার নদ। এ খবরের সত্যতা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার জানান, নদীর পানি দূষিত হয়ে কালো হয়ে গেছে। পানিতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এ কারণে মাছ ভেসে উঠছে ও মারা যাচ্ছে। তবে ঠিক কি কারণে পানি দূষণ হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।