কাউখালী(পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের আমরাজুড়ি ফেরির ইঞ্জিনের যন্ত্রাংশ খুলে নদীতে পরে যাওয়ায় ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুর পর্যন্ত এ রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী , ঝালকাঠী পিরোজপুরসহ এ পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ ফেরি বিভাগ বরিশাল থেকে ক্রেন এনে মেরামতের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। আমরাজুড়ি ফেরিঘাটের ইজারাদার জানান, আমরাজুরি ফেরি সার্ভিসটি ব্যস্ততম হওয়া সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ এ রুটে মাত্র একটি ফেরি ও জরাজীর্ণ পন্টুন দিয়ে পারাপারের কাজ চলায় মানুষের দুর্ভোগ বাড়ছে। তা ছাড়া পুরানো ফেরি ও পন্টুন জোড়াতালি দিয়ে ফেরিটি চললেও প্রায়ই তা নদীর মাঝপথে অচল হয়ে পড়ে।