রংপুর থেকে জয়নাল আবেদীন: তিস্তাসহ অভিন্ন নদীর পানির দাবিতে সোমবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং সমাবেশ করেছে বাসদ মার্কসবাদী রংপুর জেলা শাখা। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টার মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লংঘন করে বাংলাদেশের সব নদীর উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ফলে সেচ মওসুমে তীব্র পানি সংকট, আবার বর্ষা মওসুমে ভয়াবহ বন্যায় বাংলাদেশ সার্বিক ক্ষতির সম্মুখিন হচ্ছে ।
বক্তারা আরও বলেন, তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ১ লক্ষ ১১ হাজার ৪শ৬০ হেক্টর জমির বেশির ভাগই গত বছর সেচ সুবিধা পায়নি। বর্তমানে তিস্তা সেচ প্রকল্পের অধীনে কোনও জমিতে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে না। সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ এবং রোকনুজ্জামান রোকন ।