নালিতাবাড়ীতে ‘চেতনা’র বর্ষপূর্তিতে সাদা মনের মানুষকে সম্বর্ধনা

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান চেতনা’র প্রথম বর্ষপূর্তিতে সাদা মনের মানুষ ‘মমতাজ হাসপাতালে‘র প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন এবং মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা বিধবা হাজেরা খাতুনকে সংবর্ধিত করা হয়েছে। ১৯ এপ্রিল রবিবার বিকেলে নালিতাবাড়ী মধ্যবাজারের চেতনা কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনার জবাবে সাদা মনের মানুষ জয়নাল আবেদীন বলেন, মানুষের অসাধ্য কিছুই নেই। কোনো ভাল কাজ কখনো আটকে থাকেনি। মানুষের জন্য কাজ করার সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

Sherpur Pic-1
জয়নাল আবেদীন দরিদ্র রিক্সাচালক হয়েও ময়মনসিংহের শম্ভুগঞ্জে ‘মমতাজ হাসপাতাল’ নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাচ্ছে। আর বিধবা হাজেরা খাতুন স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে শত কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করলেও প্রত্যন্ত গ্রামের শিশুদের লেখাপড়া বিস্তারে নালিতাবাড়ীর চারালি বাজার এলাকায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আড়াই একর জমি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে চেতনার সভাপতি ডা. দলিল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক পৌরপতি আব্দুল হালিম উকিল, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শাসছুল আলম সওদাগর, শিল্প ও বনিক সমিতির সভাপতি নূরুল আমিন, কৃষিবিদ আল ফারুক ডিওন, ব্যবসায়ী অরূণ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

চেতনা’র প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, চেতনা মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ব্যবসায়ী, সমাজসেবীদের একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। ‘সেবাই ধর্ম’ এ সেøাগান নিয়ে নালিতাবাড়ীতে ২০১৪ সালের ১৯ এপ্রিল ১১ জন সদস্য নিয়ে চেতনা যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৬ জন। তিনি বলেন, আমরা সমাজের দরিদ্র-সাধারণ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। ইতিমধ্যে গত এক বছরে প্রত্যন্ত এলাকায় ৬ টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৩ হাজার ৮৪৬ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। নালিতাবাড়ীতে দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া সাধারণ মানুষকে সুদ-ঘুষ-দূর্নীতি ও ঋণের ফাঁদ থেকে মুক্ত করার জন্য চেতনা’র মাধ্যমে সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।