নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে একটি বিরোধপূর্ণ জমির পাকা বোরো ধান কাটাকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কৃষক মুসলিম মিয়া (৬০) নিহত ও নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত গৃহবধুক আছিয়া বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মদন উপজেলার শিবাশ্রম গ্রামের কসিম উদ্দিন ও শহীদ মিয়ার পরিবারের মধ্যে ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে কসিম উদ্দিন তার লোকজন নিয়ে ওই জমির পাকা বোরো ধান কাটতে গেলে শহীদ মিয়ার লোকজন এতে বাধা দেয়।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা কাতরাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক মুসলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গৃহবধু আছিয়া বেগমসহ না অন্তত ১০ জন আহত হন। মদন থানার ওসি মফিজুল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।