বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের লম্পট সৎবাবা আসলাম উদ্দিন আতিককে (৪৫) রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে থানার ওসি উজ্জল কুমার দে জানান, গত এক বছর পূর্বে ইলেকট্রিশিয়ান আসলাম উদ্দিন আতিক দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে (দ্বিতীয় স্ত্রীর) ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ছয়মাস ধরে লম্পট আতিক দ্বিতীয় স্ত্রীর প্রথম ঘরের কিশোরী কন্যাকে যৌন নিপিড়ন শুরু করে। এরই মধ্যে শুক্রবার রাতে লম্পট আতিক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।