দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে নাশকতা মামলার পলাতক আসামি ৬ জামায়াত-শিবির ক্যাডারকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি হিসেবে ৬ জনকে সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে।
এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ছাত্রশিবিরের নাজমুল হাসান (২৩) ও মুসলিম আলম (২৫), বিরামপুর উপজেলায় জামায়াতের আব্দুল জব্বার (৪৮) ও সোলায়মান আলী (৩৫), নবাবগঞ্জ উপজেলায় শিবিরের সুমন মিয়া (২৩) ও কাহারোল উপজেলার জামায়াতের জাহিদুর রহমানকে (৩৮) গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।