বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ সহিদুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত আকস্মিক এক নোটিশে এ স্থগিতাদেশের কথা জানানো হয়। বুধবার (২৪ এপ্রিল) নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সূত্রমতে, ঘোষিত নোটিশে আনিবার্য কারনবশত নিয়োগ পরীক্ষা স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে। শীঘ্রই পরিবর্তীত পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের প্রাপ্ত প্রবেশপত্র বহাল থাকবে এবং প্রবেশপত্রে উল্লেখিত শর্তাবলী অপরিবর্তিত থাকবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ সেপ্টেস্বর হাসপাতালে ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, লিফটম্যান, মেকানিক, অফিস সহায়ক (এমএলএসএস), ওয়ার্ডবয়, নিরাপত্তা প্রহরী, বাবুর্চিসহ ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫টি ক্যাটাগরিতে মোট ১৭২জন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর শুধুমাত্র অফিস সহায়ক (এমএলএসএস)-এর ৬৭টি পদের বিপরীতে ৮ হাজার ৯৯৮টি আবেদন জমা পড়েছে। এছাড়া ড্রাইভারের একটি পদের বিপরীতে ৩৩টি, ইলেকট্রিশিয়ান, লিফটম্যান, মেকানিকে ৫টি পদের বিপরীতে ৮১টি, ১টি ওয়ার্ডবয় পদের বিপরীতে ২৪টি, ৫টি নিরাপত্তা প্রহরী পদের বিপরীতে ৬৩টি ও ১২টি বাবুর্চি পদের বিপরীতে ১৬৬টি আবেদন জমা পরে। ৪র্থ শ্রেণির ৬টি ক্যাটাগরির ৯১টি পদের বিপরীতে জমা পড়েছিল মোট ৯ হাজার ৩৬৫টি আবেদন। যার মধ্যে ৩৯৫টি বাতিল হয়েছে। বর্তমানে ওই ৯১টি পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৮ হাজার ৯৭০ জন। ২৪ এপ্রিল ৬টি ক্যাটাগরীতে আবেদনকারীদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়। গত সপ্তাহে সকল প্রার্থীর কাছে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে ডাক বিভাগ। সকল আয়োজন চূড়ান্ত করার পর সোমবার দুপুরে অনিবার্য কারণবসত তা স্থগিত করা হয়।