মধুপুরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যুর খবর শুনে বাবারও হার্ট অ্যাটাকে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবাার বেলা দেড়টায় উপজেলার আউশনারা ইউনিয়নের কুড়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাবা রফিকুল ইসলাম (৬০) ও ছেলে রুবেল আহমাদ (৩০) পেশায় কাঠ ব্যবসায়ী ও স’মিল মালিক। স’মিলের পাশে কুড়ালিয়া বাজারেই তাদের বাসা। বাজারের ব্যবসায়ী আজিজুল হক জানান, বেলা দেড় টার দিকে রুবেল আহমাদ বাজার এলাকায় হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে যান। তাকে বাজারের লোকজন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মধুপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাবা রফিকুল ইসলাম টাঙ্গাইল থেকে বাড়ি ফেরার পথে খবরটি শুনে অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে নেওয়ার পর তাকে স্যালাইন দিয়ে রাখা অবস্থায় সেদিনই তিনটার দিকে তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ছেলে ও নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে বৃদ্ধ আব্দুল কাদের ( ৮০) শয্যাশায়ী। মধুপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।