শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে সোমবার থেকে দুইদিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ডভিশন শ্রীবরদী এডিপি আয়োজিত এ ডিজিটাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
শ্রীবরদী ইউএনও হাবীবা শারমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রীবরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরূণা রায় প্রমুখ বক্তব্য রাখেন। ডিজিটাল মেলায় সরকারি-বেসরকারি ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল কর্ণার, বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সেবা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ক্যুইজ প্রতিযোগিতা এবং আউটসোর্সিং ও মাল্টিমিডিয়া ক্লাশরুম সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। অতিথিরা পরে মেলায় স্থাপিত ৮টি স্টল পরিদর্শন করেন।