কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে স্কুলছাত্র নিহত, আহত মা ও ভাই

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে শিশু শে্িরণর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার মা ও ভাই।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার মধ্যরাতে প্রচ- কালবৈশাখীর ঝড়ে সদর উপজেলার যশোদল আমাটি শিবপুর গ্রামে হারুন-অর রশিদের ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘর চাপা পড়ে তার ছেলে শিশু শে্িরণর ছাত্র বাবুল মিয়া (৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছে তার মা গুলেছা বেগম (৩০) ও ভাই প্রথম শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম (৭)।

Kishoreganj (Nor-Western Photo)-22-04-2015

এছাড়াও ঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।