দিনাজপুরে হাবিপ্রবি-তে হত্যা মামলায় উপাচার্যসহ ৪১ জন আসামি

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর হাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন হত্যাকাণ্ডে তার চাচা মোকসেদুর রহমান বাদী হয়ে হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিনসহ ৪১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসেনের আদালতে গত ১৬ এপ্রিল হাবিপ্রবিতে ছাত্রদের দু’গ্রুপের সশস্ত্র সংঘর্ষে নিহত ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হাসান মিল্টনের চাচা মোকসেদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, শহর যুবলীগের নেতা সিরাজুল সালেকিন রানা ও উপাচার্যের ভাই যুবলীগ নেতা রশিদুল ইসলামসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর সিআর ১৬৯/১৫। ধারা ৩০২, ২০১, ৩২৬, ৩০৭, ৩২৫, ৪২৭ ও ৩৪। বাদী পক্ষে মামলাটি দায়ের করেন এ্যাডভোকেট অমল কুমার দেব। বিজ্ঞ বিচারক কোতয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।