মিসরের সাবেক প্রেসিডেন্ট মুসরির ২০ বছরের জেল

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরিকে ২০ বছরের জেল দিয়েছে সে দেশের একটি আদালত। বিক্ষোভকারীদের উপর নির্যতনের অভিযোগে এনে তাকে এ শাস্তি দেওয়া হয়।

মোহাম্মদ মুসরি ২০১৩ সালের মাঝামাঝি সময়ে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হারান । তারপর তিনি সহ তার দলের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করে সেনা সরকার।

তারপর থেকে মিসরে ব্রাদার হুডের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রেখেছে সেনা সমর্থিত সিসি সরকার।

মুসরিসহ তার দলের আরও ১৪ জন প্রথম সারির নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিচার চলছে। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।