রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে স্কুলছাত্রী মাসুদা আখতার মনিকে এসিড নিক্ষেপ করে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেওয়ায় এবং তার দুটি চোখই নষ্ট হয়ে যাওয়ার মামলায় আসামি আরিফুল ইসলামকে ফাঁসি এবং অপর দুই আসামি আলাল ও দুলালকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের আগস্ট মাসে রংপুর নগরীর দক্ষিণ বাবু খাঁ মহল্লার মাহুবুল ইসলামের মেয়ে রংপুর নগরীর সমাজ কল্যাণ বিদ্যাবিথি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাসুদা আখতার মনিকে লক্ষ্য করে আসামি আরিফুল ইসলাম ও আলাল ও দুলাল এসিড নিক্ষেপ করে । এতে তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে দগ্ধ অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। এসিডে স্কুল ছাত্রী মনির দুটি চোখই নষ্ট হয়ে যাওয়ায় এখন সে পুরোপুরি অন্ধ হয়ে গেছে।
মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এ ছাড়া আসামি সাদ্দাম ও আরেফিনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায়ে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে এক লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়। জরিমানার অর্থ ভিকটিম মনিকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়। এ অর্থ আসামিদের স্থাবর, অস্থাবর যে সম্পদই থাক না কেন, প্রয়োজনে তা বিক্রি করে জরিমানার অর্থ আদায়ের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক এ্যডভোকেট।