রায়পুরে এক হাফেজকে মারধর ও চুল কেটে দিয়েছে পাওনাদার দাবিকারীরা

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধুপুর এলাকায় হাফেজ আল ফারুককে (৫০) অমানবিক নির্যাতন শেষে চুল কেটে দিয়েছে পাওনাদার দাবিকারীরা।

একই এলাকার প্রভাবশালী হাছান ভূঁইয়া (৫৫), তার ছেলে রিয়াজ (২৬) ও তাদের পক্ষের লোকজন এ ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাছন ভূঁইয়া ও সৌরভ (২২) নামের দু’জনকে আটক করেছে।

Raipur-01
হাফেজ আল ফারুক

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, পাওনা-দেনা নিয়ে মধুপুরের আব্দুস সোবহান ভূঁইয়ার পুত্র হাছন ভূঁইয়াদের সাথে একই এলাকার আকবর আলী মৌলভী বাড়ির মাওলানা আবু ইউসুফের ছেলে হাফেজ আল ফারুকের দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলছিল।

এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার দেন-দেনবার হলেও বিষয়টির সূরাহা হয়নি। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় (২১ এপ্রিল) হাফেজ আল ফারুককে আটক করে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে চুল কেটে দেয় হাছন ভূঁইয়া, তার ছেলে রিয়াজ ও পক্ষের লোকজন। এ সময় স্থানীয়রা বাধা দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হাফেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

রায়পুর থানার এসআই মো. ময়নাল জানান, হাফেজ আল-ফারুককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাছন ভূঁইয়া ও সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, নির্যাতন করে চুল কাটার ঘটনাটি অমানবিক। এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। হাফেজ আল ফারুকের কাছে টাকা-পয়সা পাওনা রয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। পুরো বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।