মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে বুধবার (২২ এপ্রিল) আগুনে পুড়ে দুই সন্তানের জননী গৃহবধু অঞ্জনা বিশ্বাসের (২৫) মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন ও জয়চন্ডী ইউনিয়নের মেম্বার বিমল দাস জানান, ইউনিয়নের বেগমানপুর গ্রামের শ্যামল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় ঘরে রান্না করার সময় শাড়িতে আগুন লাগে।
এ সময় গৃহবধুর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এলে আগুন নিভিয়ে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এবং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি গৃহবধু অঞ্জনা বিশ্বাসকে। বুধবার সকাল ১১টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
গৃহবধু অঞ্জনা বিশ্বাসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।