বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মরকলিপি প্রদান করেছে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক অন্দোলন বরিশাল। বুধবার বেলা সোয়া এগারোটায় অশ্বিনী কুমার হলের সামনের এই কর্মসূচিতে সভাপত্বি করেন মহিলা পরিষদের সভাপতি শিক্ষাবিদ রাবেয়া খাতুন।
সভাপতি তার বক্তব্যে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় প্রকাশ্যে নারীর শ্লীলতাহানির ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক। পুলিশ বলেছে তাদের তিন স্তরের নিরাপত্তার কথা, তাহলে প্রশ্ন দাড়ায় এই নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে। এছাড়া ঘটনার সপ্তাহ পাড় হলেও রাষ্ট্র এই ঘটনায় সুস্পষ্ট কোনও বক্তব্য দেয়নি এটা দুখঃজনক। এসময় তিনি নারীদের প্রতি আহবান জানান যৌন হয়রানির প্রতিবাদে মানসিকভাবে প্রস্তুতি নিতে। আর রাষ্ট্রের প্রতি দাবি করেন ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে। তিনি ধন্যবাদ জানান ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের, যারা বিবেকের তাড়নায় এই ঘটনায় প্রতিরোধ করেছিলেন।
মানবন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, গণফোরাম জেলা সভাপতি হিরণ কুমার দাস, উদীচী শিল্পী গোষ্ঠীর নারায়ণ সাহা, বিএনডিএন’র সভাপতি আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা, খেলাঘর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শারমিন জাহান পপিসহ অন্যরা। মানবন্ধনের পর বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচিতে ত্রিশটি বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।